চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে, জোয়ারের পানিতে নিচতলায় হাঁটু পানি।

 

পানি যেন থৈথৈ করছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিচতলায়। পানি বন্দী হয়ে পরেছিলেন নিচ তলায় থাকা রোগীরা। পরে তাদের কে সরিয়ে উপর তলায় নেওয়া হয়।

জোয়ারের পানিতে তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতাল। এ্যাম্বুলেন্স থেকেও রোগী নামাতে খুব কষ্ট হচ্ছে। নিচে থাকা জরুরি ওয়ার্ড, শিশু ওয়ার্ড কে দুতলা তে স্থানান্তর করা হয়েছে। 

এ বিপর্যয়ের কারণে রোগীরা পানি বন্দী হয়ে পরেছে। রোগীরা হাটাহাটি ও করতে পারছে না। এই অবস্থা যদি আর কয়েক দিন বিরাজ করে, তাহলে রোগীদের কষ্টের শেষ হবে না। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন