বইক দুর্ঘটনায় আহত হন নিক। অলিম্পিক ড্রিম্সের শুটিং এ বাইক চালাতে গিয়ে আহত হন, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার স্বামী নিক।
অলিম্পিক গেমস এর বিভিন্ন ধাপ পেরোনোর সময়, নিকের সাথে নিকের আরও দুই ভাই ছিলেন। বাইকে করে একটা ধাপ পার হওয়ার সময়, বাইক থেকে পরে যায় নিক।পরে তাকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুরুতর ব্যাথা পেয়েও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে, পুনরায় আবার শুটিং এ ফিরে যান। স্বামীর দুর্ঘটনার কথা শুনে প্রিয়াঙ্কা তার লন্ডনের শুটিং বন্ধ করে, স্বামী নিক কে দেখার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া।