দক্ষিণ আফ্রিকায় স্ট্রোকে মারা গেলেন, ব্রাহ্মণবড়ীয়ার রেমিট্যান্স যোদ্ধা মাসুম।

 

দক্ষিণ আফ্রিকায় অকালে মৃৃত্যুবরণ করেন ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়া উপজেলার দক্ষিণ চক্রি গ্রামের বাসিন্দা মাসুম ভুঁইয়া। ২০১২ সালে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। প্রবাসে থাাকা অবস্থায় তিনি পরিবারের জন্য অনেক কিছু করেন।

জানা যায়, তিনি গত ২০ জুলাই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে স্ট্রোক করে মারা গেছেন। তার আপন ছোট ভাই মাসূদ ভুইয়া তার সাথেই দক্ষিণ আফ্রিকায় থাকতেন। মাসুম মারা যাওয়ার ১৪ দিন আগে অসুস্থ হলে, তাকে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি করেন তার ছোট ভাই মাসুদ।

গত ২৫ জুলাই মাসুমের লাশ দেশে পাঠান তার ছোট ভাই মাসুদ। মাসুমের এই অকাল মৃত্যুতে তার পরিবারে ও গ্রামে যেন শোকের মাতম পরে গেছে। উল্লেখ্য মাসুমের শুধু একটা ১৫ মাসের বাচ্চা আছে। এটুকু বয়সে বাবা কে হারায় ১৫ মাসের বাচ্চা টি।

মৃত মাসুমের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম ভুইঁয় জানান, মাসুম স্ট্রোক করে মারা যায় দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে। তার মায়ের অনুরোধে লাশ দেশে আনার ব্যবস্থা করা হয়। মৃত মাসুমের লাশ, তার বাবা মুক্তিযোদ্ধা ফজলুল হকের কবরের পাশে দাফন করা হয়। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন