লিখেছেন রায়হান উদ্দিন✅
জাতীয় অপরাধ দমন পত্রিকা
কসবা উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া।
জ্বর রোগটার সাথে আমরা সবাই পরিচিত।তবে আমরা কি জানি আসলে জ্বর কোন রোগ নয়?হ্যা বিশ্বাস না হলে ও মেডিকেল সাইন্স এ এটাই প্রমাণিত। জ্বর হলো অন্য কোন রোগের উপসর্গ মাত্র।মানুষের শরীরে একটা প্যারামিটার রয়েছে যার তাপমাত্রা বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে। আমরা সাধারনত প্যারাসিটামল গ্রহণের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকি।কিছু বিষয় লক্ষ্য করলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে জ্বর আসলে কোন রোগ নয় এটা অন্য কোন রোগের উপসর্গ মাত্র।
ধরেন কোন কারণে আপনি পায়ে ব্যাথা পেয়েছেন যা থেকে আপনার জ্বর দেখা দিতে পারে।তখন আপনি কোন ঔষধ না খেলে ও পা ব্যাথা ভালো হলে জ্বর চলে যাবে তবে আমরা সাধারনত প্যারাসিটামল গ্রহণ করে থাকি কারণ তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে অন্য কোন রোগের সৃষ্টি হতে পারে অথবা রোগী মারা যেতে পারেন।
আপনার শারিরীক দুর্বলতা থেকে ও জ্বর দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার শারিরীক দুর্বলতা কেটে গেলে জ্বর ভালো হয়ে যাবে।
সঠিকভাবে কয়েকরাত্রি ঘুমাননি সেক্ষেত্রে ও আপনার জ্বর দেখা দিতে পারে। বিশ্রাম নিলে খুব সহজেই জ্বর ভালো হয়ে যাবে।
কোন বিষয়ে খুব টেনশন করছেন?তা থেকে ও আপনার জ্বর দেখা দিতে পারে।টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন জ্বর ভালো হয়ে যাবে ।
আপনার ঠান্ডা লাগছে? তা থেকে ও আপনার জ্বর দেখা দিতে পারে। সেক্ষেত্রে ঠান্ডা ভালো হলে জ্বর চলে যাবে।
আপনার দাঁত ব্যাথা?তা থেকে ও জ্বর দেখা দিতে পারে। সেক্ষেত্রে দাঁত ব্যাথা ভালো হলে জ্বর চলে যাবে।
আপনি অনাহারে থাকার কারণে ও জ্বর দেখা দিতে পারে। বিশ্রাম ও খাবার গ্রহণের মাধ্যমে আপনার জ্বর ভালো হয়ে যাবে।
আপনার পেটে সমস্যা আমাশয় বা অন্য কোন সমস্যার কারণে আপনার জ্বর দেখা দিতে পারে। সেক্ষেত্রে উক্ত রোগ চলে গেলে জ্বর ভালো হয়ে যাবে।
কোন কারণে ভয় পেয়েছেন তা থেকে ও আপনার জ্বর দেখা দিতে পারে। সেক্ষেত্রে ভয় চলে গেলে জ্বর ভালো হয়ে যাবে।
এছাড়া ও বিভিন্ন ভাইরাসের সংক্রমণ প্রকাশ পায় জ্বরের মাধ্যমে। সে ভাইরাস গুলো চলে গেলে জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে।যেমন ধরেন ডেঙ্গু জ্বর। আপনি চিকিৎসা না করলে ও ভাইরাস চলে গেলে আপনার জ্বর ভালো হয়ে যাবে। তবে নিয়মকানুন মেনে চলতে হবে।
তবে জ্বরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য অবশ্যই আপনাকে প্যারাসিটামল বা যে কারণে জ্বর দেখা দিয়েছে সে কারণের চিকিৎসা নিতে হবে।
