মায়ের তত্বাবধানেই থাকবে জাপানি দুই শিশু- আদালতের রায়

 

মায়ের সাথে জাপানে ফিরে যেতে পারবেন লায়লা ও জেসমিন। আজ ২৯ জানুয়ারি ঢাকার পারিবারিক  আদালতে এই রায় দেওয়া হয়। বাচ্চাদের সব দিক বিবেচনা করে, তাদের বাবার দেওয়া মামলাটি খারিজ করে দেয় আদালত। 


এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে  এ দুই শিশুর বাবা ইমরান শরীফ ও মা জাপানি নাগরিক  এরিকোর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে গেলে, বাবা ইমরান শরীফ দুই মেয়ে কে নিয়ে জাপান থেকে বাংলাদেশে চলে আসে। 

একই বছরে তাদের মা বাংলাদেশে এসে সন্তানদের ফিরে পেতে হাইকোর্টে রিট করে। পরে তাদের বাবাও পারিবারিক আদালতে মামলা করেন।   

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন