মায়ের সাথে রাগ করে ঘর ছেড়েছিলেন, নিখোঁজ হওয়া ইয়াশা

 



মায়ের জন্যই ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন নিখোঁজ হওয়া সিদ্ধেশ্বরী গার্ল্স কলেজের শিক্ষার্থী ইয়াশা। নিখোঁজ হওয়ার দুই মাস পরে কোন এক চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ।  তবে তিনি কোথায় আছেন তা বলিনি।


ইয়াশা বলেন মায়ের জন্যই ঘর ছেড়েছি। মা আমাকে তিন লাখ টাকা পাওয়ার লোভে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। আমি তাতে রাজি না হওয়ায় আমাকে তিন দিন ঘর বন্দী করে রেখেছিল। পরে আমার মডেল টেস্ট পরীক্ষার দিন আমি নিখোঁজ হয়ে যায়। 


তিনি আরও বলেন, আমার নিখোঁজ হওয়ার ঘটনায় আমার মা মামলা দায়ের করেন আমার বন্ধু ইশতিয়াকের বিরুদ্ধে। এ ঘটনায় সে নির্দোষ। সে আমার একজন ভালো বন্ধু। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন