ব্রাহ্মণবাড়ীয়ায় স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়ে, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সহপাঠী এক কিশোরের মৃত্যু

 

ব্রাহ্মণবাড়ীয়া সরাইলে বিদ্যুৎস্পর্শ হয়ে আরমান নামে এক কিশোরের মৃত্যু। গতকাল সোমবার দুপুরে পানিশ্বর এলাকার একটি বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায় আরমান ও তার সহপাঠী আখী। হঠাৎ শুনতে পাই, ওই  বিদ্যালয়ের ভবনের ছাদে বিদ্যুৎ স্পর্শ হয়েছে আখী। তাকে বাঁচতে গিয়ে প্রাণ হারান আরমান। আর আখীকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। 


নিহত আরমান এই বছরের এস এস সি পরীক্ষার্থী ছিলেন। সে পানিশ্বর এলাকার এলাই মিয়ার ছেলে। 


এ ঘটনায় এলাকায় শোকের মাতম বয়ে গেছে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন