নিখোঁজ হওয়ার ১৭ ঘন্টা পর নাজির হোসেনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা

 

নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘন্টার পর নিহত নাজির মিয়ার লাশ উদ্ধার করলেন স্থানীয় লোকরা। আজ ২১ জুন ভোর ৬ টায় তার লাশটি ব্রাহ্মণবাড়ীয়া কসবা উপজেলার তিনলাখপীর মহাসড়ক সংলগ্ন ব্রিজের নিচে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকরা নৌকা নিয়ে তার লাশটি উদ্ধার করে। 


এদিকে গতকাল ২০ জুন রোজ সোমবার বিকেল তিনটার সময় তিনলাখপীর ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে যায় মো. নাজির হোসেন। পরে অনেক খোজাখুজি করেও তার লাশ পাওয়া যায় নি। আজ সকাল ৬ টার সময় তার লাশটি ব্রিজের নিচে ভেসে ওঠে। 


এ ঘটনায় নিহতের বাড়িতে সোকের মাতম চলছে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন