ব্রাহ্মণবাড়ীয়া কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখ পির এলাকায় পানি তে ডুবে সাইবা ও ইব্রাহিম নামে দুই ভাই বোনের মৃত্যু। সম্পর্কে তারা ফুফাতো ভাই ও মামাতো বোন।
নিহত সাইবার বাবা জুয়েল মিয়া জানান, তারা দুইজন বাড়ির পাশে খেলাদুলা করছিল। হঠাৎ করে তাদেরকে খুঁজ পাওয়া যাচ্ছিলো না। দুপুরে আনুমানিক ১২ টায় বাড়ির পাশের ডুবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।