ব্রাহ্মণবাড়ীয়া কসবা উপজেলার পঞ্চ গ্রামে ঈদের নামাজ পড়া অবস্থায় বিদ্যুৎ চলে গিয়ে, মাইকের শব্দ বন্ধ হয়ে যাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত।
ঘটনাটি ঘটে আজ ০৩ মে রোজ মঙ্গলবার সকাল ৯ টায়।
স্থানীয় এক লোকের মাধ্যমে জানা যায়, পঞ্চ গ্রাম ঈদ গাহের মাঠের কমিটি গুলো ভালো নই। তারা ঠিক ভাবে দায়িত্ব পালনে ব্যর্থ। ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ঈদের নামাজ শেষ করে ইমাম সাহেব যখন মুনাজাত ধরবেন ঠিক তখনই কারেন্ট চলে যায়। সঙ্গে জেনারেটর চালু করলেও যান্ত্রিক ত্রুটি থাকায় তা বন্ধ হয়ে যায়।
তারপরই শুরু মারামারি। এতে প্রায় ২০ থেকে ২৫ জন আহত হন।