ফরিদপুরের ভাংগা উপজেলার আজিম নগর ইউনিয়নের পাতরাই দিঘিরপাড়ায় মাদকাসক্ত ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গর্ভধারিনী মা।
পাতরাই দিঘিরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মৃদার ছেলে ফারুক মৃদা (৪০)কে আটক করেছে পুলিশ। ০৮ অক্টোবর রোজ শুক্রবার দুপুরে ফারুক মৃদা যখন বাড়িতে ইয়াবা সেবন করছিলো,তখনই তার মা দেখতে পেয়ে পাড়াপড়শি দিয়ে তাকে আটক করে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় থানায়।
এই বিষয়ে ভাংগা থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, উক্ত মাদকাসক্ত ফারুক মৃদা প্রায় ইয়াবা সেবন করে এসে স্ত্রী সন্তান কে মারধর করতো। তার বাবা মা তাকে কোনভাবেই থামাতে পারছিল না। পরে শুক্রবার যখন বাড়ির ভেতরে ইয়াবা আনা হয়, তখনই তাকে আটক করে পুলিশ কে খবর দেয়। পরে আমি এবং আমার সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করে ১২ পিচ ইয়াবা উদ্ধার করি। পরে তাকে মাদকদ্রব্য আইনে জেলে পাঠায়।
তিনি আরও বলেন, ধন্য এই মা। যিনি সাহসের সাথে তার সন্তান কে আমাদের হাতে তুলে দিলেন।