স্বপনের পদ্মা সেতুতে একের পরে এক ফেরির ধাক্কা। ১৩ আগস্ট শুক্রবার ভোরে বাাংলা বাজার থেকে ছেড়ে যাওয়া, কাকলি ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। তবে কোন যাত্রীর কোন সমস্যা হয় নি।
কাকলি ফেরির চালক বাদল হোসেন জানান, নদীতে প্রচন্ড স্রোত থাকায় ফেরিটি পদ্মা সেতুর ১১ কিংবা ১২ নম্বর পিলারের দিক দিয়ে না গিয়ে ১০ নম্বর পিলারে গিয়ে ধাক্কা লাগে। এতে ফেরির কোন অংশ ফাটল ধরে।
ফেরির চালক আরও বলেন, ফেরিটি তে ফাটল ধরলেও নিরাপদে শিমুলিয়া ঘাটে পোছাতে পেরেছে। সেতুর কোন ক্ষতি হয় নি।