কুরবানির মাংস কে ফ্রিজে রাাখা নিয়ে দ্বন্দ্বে, ছোট ভাই বড় ভাই কে হত্যা করেছে।
কুড়িগ্রাম বৌমারি উপজেলার টাপুরচর গ্রামের আবদুল জলিল তার বড় ভাই নাইমুদ্দিন কে হত্যা করেছে। জানা যায় ২১ জুলাই বিকেলে ফ্রিজে মাংস রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে হাতাহতি হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে। ঘটনাস্থলে জলিল তার বড় ভাই কে ঘুষি মারলে, মাটিতে পড়ে গিয়ে মাথায় অনেক আঘাত পায়। সাথে সাথে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৌমারি থানার ওসি মোনতাসির বিল্লাহ জানান, এ খুনের সাথে জড়িত আব্দুল জলিল কে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা দিয়ে তাকে হাজতে পাঠানো হবে।