কুরবানির গরু কাটতে গিয়ে আহত হয়েছে অনেক মানুষ। অসচেতনতায় কারুর হাত, পা কেটে যায়। চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হচ্ছে হাসপাতালে।
২১ জুলাই রোজ বুধবার ঈদুল আজহার গরু কাটতে গিয়ে ঢাকা ও তার আশেপাশের এলাকায় আহত শতাদিক। তারা শুধু চাকোতে জখম হননি। কেউ কেউ গরুর শিংয়ের গুতা খেয়েও আহত হয়েছেন। আহত হয়ে ভর্তি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা যায়, কোরবানি দেওয়ার সময় আহত হয়ে সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় একশত লোক। তবে তাদের মধ্যে গুরুতর জখম হন নি কেউ বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগ।