তৃতীয় বারের মতো ঘর বাধতে যাচ্ছেন কন্ঠ শিল্পী ন্যান্সি। ২৮ জুলাই রোজ বুধবার ন্যান্সি তার নিজের ফেসবুক একাউন্টে, দ্বিতীয় বিচ্ছেদ নিয়ে একটি পোস্ট করেন। তারপর থেকেই তৃতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়।
এদিকে ২০০৬ সালের জানুয়ারী মাসে আবু সাইদ সৌরভ নামে একজন ব্যবসায়ী কে বিয়ে করেন ন্যন্সি। সেখানে তার বিচ্ছেদ হয়ে গেলে, ২০১৩ সালে দ্বিতীয় বারের মতো ভালোবেসে ঘর বাঁধেন নাজিমুজ্জামান জায়েদ নামে আরেক ব্যবসায়ির সাথে। তাদের ঘর আলোকিত করে জন্ম নেই একটি কণ্যা সন্তান। এই সংসার টি আট বছর টিকার পর বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের খবর টি ন্যান্সি নিজেই নিশ্চিত করেছেন।
বিচ্ছেদের বিষয়ে ন্যান্সির সাথে কথা বল্লে জানা যায়। তিনি বলেন, খুব দ্রুত তৃতীয় বিয়ে করবো। যদি সম্ভব হতো আগস্ট মাসেই তৃতীয় বিয়ে করতাম। তবে তৃতীয় বিয়ে কার সাথে হচ্ছে সেইটা এখনই জানাতে চাই না। তিনি বলেন আমি আমার জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছনে ফিরে তাকাবো না।
ন্যান্সি তার ফেসবুক একাউন্টে লেখেন, নতুন পথে যাত্রা শুরু করলাম। দুটো মানুষ কখনো একে অপরের বিরক্তির কারণ যেন না হয়। সম্মানের সাথে আলাদা হলাম। বিচ্ছেদ কখনও মধুরও হয়।