ফিরে আসা প্রবাসীরা প্রত্যেকে পাবে ১৩৫০০ টাকা করে অনুদান। ৫ লাখ প্রবাসীদের মধ্যে প্রাথমিকভাবে ২ লাখ প্রবাসীদের কে এ অনুদানের আওতায় আনা হয়েছে। যারা করোনা সঙ্কটের কারণে প্রবাসে ফিরতে পারেনি, তাদের কে সামাজিক ভাবে ঘুুরে দাড়া করানোর জন্য সরকারের এই প্রয়াস।
প্রবাস ফেরতদের নানাবিধ বিষয় বিবেচনা করে ৪২৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে কর্মসংস্থান সহায়ক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৮ জুলাই রোজ বুধবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকের একটি সভায় এ অনুমোদন টি দেওয়া হয়েছে। করোনায় আটকা পরা প্রবাসীদের মধ্যে যারা বেকার, আর্থীক ভাবে অসচ্ছলতা এবং বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদেরকে কর্মসংসংস্থানের আওতায় আনতে এই অনুমোদন টি দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় থাকা ২ লাখ শ্রমিককে আত্মা কর্মসংস্থানের প্রশিক্ষণ দিয়ে, তারপর ১৩৫০০ টাকা করে অনুদান দিবে সরকার। এ অনুদানের আওতায় জেলা গুলো হচ্ছে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ,নরসিংদী, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, রংপুর, জামালপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাউ,নওগাঁ, রাজশাহী, বগুড়া, পাবনা,সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পটুয়াখালী, বরিশাল, খুলনা, যশোর, ফেনি, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া,কুমিল্লা, নাওয়াখালী,কক্সবাজার, রাঙ্গামাটি, সুনামগন্জ, সিলেট