হেলেনা জাহাঙ্গীর একজন স্মার্ট নারী। অবিলম্বে তাকে ছেড়ে দেন: সেফুদা।

 

অস্ট্রিয়া প্রবাসী সেফুদার সাথে প্রায় কথা বলতেন হেলেনা জাহাঙ্গীর। গত ২৯ জুলাই হেলানা জাহাঙ্গির কে আটক করার পর ফেসবুকে একটি ভিডি ও আপলোড দিয়ে বলেন। হেলেনা জাহাঙ্গীর একজন স্মার্ট নারী, তিনি একজন দুঃসাহসিক মানুষ। তাকে আমি দেখিনি কখনও। কিন্তু  প্রায়ই ফোনে কথা হতো। 

তিনি ব'লেন আমার নাতিন হেলেনা জাহাঙ্গীরের বাসায় রাতে র‍্যাব  তল্লাশি করে তাকে আটক করে নিয়ে যায়। এটি অত্যন্ত দুঃখজনক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অতি দ্রুত তাকে মুক্তি দিন।

সেফুদা আরও বলেন, আমার নাতিন হেলেনা জাহাঙ্গীর কে এরেস্ট করার সময় মনে হচ্ছিলো যেন চুর ধরা হয়েছে। হেলেনা জাহাঙ্গীর কে মিসগাইড করা হয়েছে। তাকে ছেড়ে দেন। 

এদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন বলেন,  সেফুদা অশ্লীল বক্তব্যের মাধ্যমে ফেসবুকে দেশ বাসীর নজর কারার চেষ্টা করছেন। তার সাথে গ্রেফতারকৃতদের নিয়মিত যোগাযোগ হতো। প্রাথমিকভাবে জিজ্ঞেস করে এই তথ্য বের হয়ে আসে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন