চট্টগ্রামে নারী টিকটকার আটক। প্রকাশ্যে একজন জনপ্রিয় টিকটকার তিনি। কিন্তু গোপনে একজন বড় ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় আট টি মামলা রয়েছে। ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার ৩০ জুলাই তাকে আগ্রবাদ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানান ফারজানা নামে এই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন টিকটকার হিসেবে পরিচিত। সে তার স্বামী রুবেলের সাথে মিলে ছিনতাই করে। তার স্বামী রুবেলও ১১ টি মামলার আসামি হয়ে রিমান্ডে আছে।
পুলিশ আরও জানান, এই নারী অভিনব কৌশলে মহিলাদের কাছ থেকে সর্ন অলংকার ছিনতাই করতো। রাস্তায় একা কোন পুরুষ থাকলে, তার সাথে প্রথমে ভালো ব্যবহার করে। পরে ছোঁড়া দেখিয়ে টাকা, মোবাইলফোন ইত্যাদি হাতিয়ে নিতো। কোন পুরুষ যদি মোবাইল কিংবা টাকা দিতে না চাইতো,তাহলে তাকে বলা হতো যৌন হয়রানির অভিযোগে ফাঁসিয়ে দেবো। এভাবেই একাধিক অপকর্ম চালিয়ে যেতো।
এই ঘটনায় ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আটককৃত ফারাজানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে প্ররণ করা হচ্ছে।