ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি প্রত্যেক বছরের মতো এইবছরও এফডিসিতে কুরবানি দিবেন। তবে গত বছর কুরবানি দিয়েছেন পাঁচ টি গরু। কিন্তু এইবছর দেবেন ছয়টি গরু।
তিনি কুরবানী ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিগত পাঁচ বছর ধরে কুরবানি দিয়ে আসছেন এফডিসিতে।
কভিড ১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে অসচ্ছল শিল্পী ও কলাকৌশলিদের জন্য এই বছর ছয়টি গরু কুরবানি দিবেন।
পরিমনি বলেন গত পাঁচ বছর ধরে এফডিসিতে কুরবানি দিচ্ছি। প্রতি বছর একটি করে গরু বেশি কুরবানি দেবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন সবসময় নানা বাড়িতে কুরবানি ঈদ করতাম। কিন্তু যখন থেকে জানতে পারি চলচ্চিত্র জগতে অনেকে অসচ্ছল। কুরবানি দেওয়ার সামর্থ নেই তাদের। তখন থেকে এফডিসিতেই কুরবানি দিচ্ছি। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করছি।
তিনি বলেন যতোদিন বেঁচে থাকবো এফডিসিতে কুরবানি দেবো। তারা আমার আরেকটি পরিবার।
