আর্জেনটিনার জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মেসি বার্সেলোনা ক্লাবের সাথে নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর রেখেছেন।
মেসি তার অবস্থান সুদীর্ঘ করার জন্য নিজের বেতন ও কমিয়েছেন। গত গ্রীষ্মে বার্সেলোনার সাথে তাঁর ২০ বছরের সম্পর্কের অবসানের ইচ্ছে প্রকাশ করার পর থেকেই তিনি প্যারিস সেন্ট জার্মেইন এবং ম্যানচেস্টার সিটির কাছ থেকে আগ্রহী হয়েছিলেন ।
মেসির পূর্বের শর্তাবলি শেষ হওয়ার আগেই নতুন কোন চুক্তিতে আবদ্ধ করতে চেষ্টা করেছিলেন ল্যাপার্টা।
বার্সোলোনার আর্থিক সমস্যা গুলো ১ মিলিয়ন এর উপর তাদের ডিবেট নিয়ে এটিকে অসম্ভব করে তুলেছে। মজুরি বিল কমানো, খেলোয়াড়দের বদলি করা, মেসিকে অল্প বেতনে গ্রহন করার ক্যাটবাক গুলো ছিল অপরিহার্য।
কভিড ১৯ এর সময় থেকে বার্সেলোনার ব্যায় কমিয়ে ৬০০ মিলিয়ন ডলার থেকে ৩৪৫ ডলার করা হয়েছে। সামনে আরও কমার আশঙ্কা রয়েছে।
মেসির এই বার্সেলোনার সাথে চুক্তির জন্য আগেয়েরো, ম্যামফিস ডিপে, এমার্সন রয়েল কে বার্সেলোনার বেতন কমানো এবং খেলোয়াড়দের সড়িয়ে রাখতে হবে।।
এই কথা বিষয় গুলো ভেবেই, ক্লাবের সূত্রগুলি ২০১৯ এ ১২০ মিলিয়ন ডলার সই করার আন্তোইন গ্রেজম্যানের প্রস্থানটি কে অস্বীকার করেছে।
