ময়মনসিংহ জেলার নেত্রকোনার আজিজুর রহমান একটি গরু কিনেছিলেন এক বছর আগে। শখের বসে গরুটির নামও রাখেন মেসি।
সাড়া ফেলানো এই গরুটির উচ্চতা ২৭ ইঞ্চি এবং বয়স চার বছর। এটার দাম উঠেছে প্রায় ৪ লাখ টাকা। তাকে দেখার জন্য প্রতিদিন হাজারো লোকের ভিড় থাকে। গরুটি আকারে অনেক ছোট। তাই দর্শনার্থীদের ভিড় যেন শেষ হয় না।
ছোট আকৃতির এই গরুটির মালিকের সাথে কথা বলে জানা যায় যে, উনি এই বছর গরুটি বিক্রি করতে চান না। আশেপাশের অনেক লোক গরুটি ক্রয় করার জন্য আগ্রহ জানিয়েছেন।
এই গরুটি কে সুস্থ রাখতে জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা সবধরনের সহযোগিতা করছে। গরুটা যেন কোনভাবে অসুস্থ হয়ে না পরে। এই গরুটির মালিকের দাবী গরুটি ময়মনসিংহের নেত্রকোনার সবচেয়ে ছোট গরু।

