গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার পাশে রূপগঞ্জে হাসেম ফুড লিঃ এর কারখানায় আগুন লাগে। পাাঁচতালা তে আগুন লেগে ধোঁয়া যেন পুরো আকাশ কালো হয়ে গিয়েছিল।
আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস আসে। অনেক গুলো শ্রমিক মারা যাওয়ার পর আগুন নেভাতে স্বার্থক হয়। বেঁচে যাওয়া একজন শ্রমিক থেকে জানা যায়, আগুন লাগার সময় নাকি পাঁচতলার গেইটে লক ছিল। প্রায়৫২ জন মারা যায়।
এই হত্যাকান্ড কে ভিত্তি করে রুপগঞ্জে একটা মামলা করা হয়। তারই ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রুপগনঞ্জের পুলিশ সুপার জয়দুল আলম জানায়, আমরা এই হত্যার অভিযোগে আট জন কে গ্রেপ্তার করেছি। তারা সবাই উই কারখানার মালিক। তারা আমাদের হেফাজতে রয়েছে।
