ব্রাহ্মণবাড়ীয়ার কসবায় সেফটিক টাংকি তে পরে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু


ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার বাইয়েক চৌমুহনী তে নতুন ঘরের নির্মানাধিন সেফটিক টাংকির সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুুুুজন রাজমিস্ত্রীর মৃত্যু। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়  আজ শনিবার ১০ জুলাই বাড়ীর সেফটিক টাংকির সেন্টারিং খুলতে ভিতরে ঢোকেন রাজমিস্ত্রী জহির ও অনিক। টাংকির ভিতরে প্রবেশ করার সাথে সাথে তারা দুজনেই বিষাক্ত গ্যাসে ঢলে পরেন। এমন অবস্থায় বাড়ীর মালিক দেখতে পেয়ে পাশের বাড়ীর জাকির নামের একজন লোক কে অনুরোধ করে তাদের কে উদ্ধার করতে। জাকির নিচে নেমে উনি নিজেও অসুস্থ হয়ে পরেন। এমতাবস্থায় কসবা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে পেরণ করেন। সেখানে উপস্থিত কর্তব্যরত ডাক্তার  জহির ও অনিক কে মৃত বলে নিশ্চিত করেন এবং জহিরের অবস্থা আশংকা জনক বলে জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ বলেন এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন