💢 আপনি মুখে বলছেন আপনি স্বাধীন নয়?আসলে কি তাই?একটু ভেবে দেখুনতো আপনি কি আসলেই স্বাধীন নয়?আপনি চাইলেই মার্কেটের সবচেয়ে দামী পণ্যটা কিনতে পারবেন কেউ বাধা দিবে না।চাইলেই নিজের নামে গাড়ি ও কিনতে পারবেন।চাইলে নিজের চিকিৎসার জন্য একজন ডাঃ ও নিয়োজিত করতে পারেন।চাইলে আপনার সব সম্পত্তি কোন গরীবকে দান করে দিতে পারেন।চাইলেই ১ মাস বা অনেক দিন নিজের ঘরেই কাটিয়ে দিতে পারেন।কেউ বাধা দিবে না।তবু আপনি স্বাধীন নয়?তাহলে আপনি কোন স্বাধীনতা চান?
💢আপনি কি চান রাস্তায় গিয়ে ডান পাশ দিয়ে গাড়ি চালাবেন?আপনি কি চান বাজারের সব পণ্য টাকা ছাড়া নিয়ে আসবেন?আপনি কি চান ডাঃ সবার চিকিৎসা বাদ দিয়ে শুধু আপনার চিকিৎসা করবে?আপনি কি চান পৃথিবীর সবাই শুধু আপনারই হুকুম মানবে?আপনি কি চান পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানটি আপনি নষ্ট করে দিতে?নিশ্চিয় চাননা?তবে কেন চাননা?এগুলো ও তো স্বাধীনতার মধ্যে পড়ে।
💢নিশ্চয় এতক্ষণে আমাকে দুইটা গালি ও দিতে পারেন কারণ আমি সহজ কথাগুলো লুকিয়ে ফেলেছি😭
💢 আপনি কি স্বাধীনতা বলতে সেটাই বুজাচ্ছেন?ধনীরা গরীবের হক মারবে না?ক্ষমতাশীলরা দূর্বলদের উপর আঘাত করবে না?কেউ কারও সম্পত্তি কেড়ে নেবে না?মানুষ মানুষকে খুন করবে না?কারও সম্পত্তি কেউ চুরি বা ডাকাতি করতে পারবে না?কেউ অন্যায় কাজ করতে পারবে না?কেউ নেশাজাত পণ্য বিক্রয় বা উৎপাদন করবে না?বিচারক টাকার বিনিময়ে রায় দিবে না?সবাই নিজেদের ধর্ম পালন করবে কেউ বাঁধা দিবে না?নিশ্চয়ই এগুলোই চাচ্ছেন?
💢 তাহলে শুনেন আপনাকেই বলছি এটা সেই দুনিয়া যে দুনিয়াতে আল্লাহ তায়ালা তার আদম ও হাওয়াকে তাদের অপরাধের কারণে বেহেশত থেকে বের করে পাঠিয়েছিলেন।কারণ অপরাধ করার জায়গা বেহেশতে নেই রয়েছে দুনিয়ায় তাই এসব অপরাধ দুনিয়াতেই ঘটবে।আর যদি ধনীরা গরীবের হক না নষ্ট করতো তাহলে কেউ গরীব থাকতো না,ক্ষমতাবানেরা অন্যদের উপর অত্যাচার না করতো তারা অত্যাচারিত হতো না।সবই যদি স্বাভাবিক হতো এতো ধর্মের সৃষ্টি হতো না আর কোন অপরাধ ও সৃষ্টি হতো না।আর সব কিছু স্বভাবিক থাকার জায়গা দুনিয়া নয় সেটা হলো জান্নাত। পুরো পৃথিবী যেন এক অপরাধ জগত যা খুব সহজেই উপলব্ধি করা যায়।
💢 আসলে স্বাধীনতা বলতে দুনিয়ায় কিছু ছিল না নেই আর থাকবে ও না।
💢 স্বাধীনতা বলতে যা আছে তা হলো একটা দীর্ঘশ্বাস,কিছুটা স্বস্তি,প্রাণটাকে কোন রকম জীবিত রাখা।
💢 সর্বশেষ আমরা খুজি সেই সাম্য বা স্বাধীনতা যা দিয়ে পরকাল জয় করা যাবে।আর পরকাল জয়ের চিন্তায় কাজ করলে দুনিয়া ও পাল্টে যাবে।আমি মুসলিম আমার ধর্ম এটাই বলে।
বিঃ দ্রঃ 💢💢💢 আমি মুসলিম তাই স্বাধীনতা বা নিজের হকের জন্য অন্য কারো মৃত্যু ও কামনা করতে পারবো না।কারণ অপরাধ দমনের জন্য অপরাধীর মৃত্যুর দরকার নেই আল্লাহ চাইলে অপরাধী বেচে থাকলে ও আল্লাহ তার অপরাধ চিরতরে বন্ধ করে দিতে পারে তাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।
লিখেছেন মোঃ রায়হান উদ্দিন
০৬,০৫,২০২১ ইং