বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) কর্তৃক আয়োজিত পাইওনিয়ার ফুটবল
লীগ-২০১৯খ্রি. বাফুফের অন্তরভূক্ত নতুন ক্লাব, দশদোনা যুব উন্নয়ন ও কল্যাণ
ক্লাব এই প্রথম বাঞ্ছারামপুরের উদিয়মান খেলোয়াড়দেরকে ঢাকার মাঠে খেলার
সুযোগ তৈরি করে দিছে।বাছাইয়ে অংশগ্রহণকারী উদিয়মান খেলোয়াড়গন ০১/০৯/১৯খ্রি.
০৯:০০ ঘটিকা সময় দশদোনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা উপজেলা
থেকে বাছাইয়ে অংশ গ্রহনকারী ১৪৫ জন খেলোয়াড় থেকে ৫৫ জন খেলোয়াড়কে বাছাই
করা হয়। আগামী ২৫ ই সেপ্টেম্বর ঢাকার পাইনিওয়ার লীগে উদ্বোধন খেলা
শুরু হবে। বাছাইয়ে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান
জনাব সিরাজুল ইসলাম, সাবেক যুগ্মসচিব ও উপজেলা চেয়ারম্যান, উপদেষ্টা
মহিউদ্দিন আহম্মেদ মহি,সহ-সভাপতি, বাফুফে ও চেয়ারম্যান সমবায় ব্যাংক, টীম
ম্যানেজার : আবুল কালাম আজাদ সাবেক চেয়ারম্যান, বি.আর.ডি.বি। বাঞ্ছারামপুর
উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি,নাজমুল
হোসেন টুটুল ২ নং ওয়ার্ড বাঞ্ছারামপুর পৌরসভা, লিয়ন কোচ, সুমন কোচ,আল আমিন
কোচ, আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক, বাঞ্চারামপুর উপজেলা ছাত্রলীগ, অত্র
ক্লাবের সভাপতি ওয়ালী আশরাফ, সাধারণ সম্পাদক, রুবেল রানা,প্রচার সম্পাদক,
ইউনুস মিয়া, সার্বিক তত্তাবধানে জহিরুল হক জালু।
