অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের টানা তৃতীয় টি-টোয়েন্টি জয়।

 

অস্ট্রলিয়ার সাথে টানা তিনটি ম্যাচ জিতে, ইতিহাস গড়লেন বাংলাদেশ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগমাধ্যম যেন অভিনন্দনের জোয়ারে ভাসছে। যাদের সিরিজ জয়ের কোন কল্পনাই ছিল না, সেই তাদের সাথে তিিনটি ম্যাচ জিতে অহংকার ভেঙে দিল তাদের। 

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রলিয়া ১১৭/৪ ওভার ২০  (বাংলাদেশ ১২৭/৯ ওভার ২০

আগের দুটো ম্যাচ জিতলেও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তেমন একটা আমেজ দেখা যায় নি। ০৬ আগস্ট রোজ শুক্রবার যখন টানা তৃতীয় ম্যাচটি জিতে বাংলাদেশ, তখনই তাদের আনন্দের যেন শেষ হচ্ছে না। এখন পালা চতুর্থ ম্যাচ। মানে হোয়াইট ওয়াশের পালা। 

আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে এই প্রথম অস্ট্রেলিয়া কে হারালো বাংলাদেশ। বিশেষ করে মোস্তফিজ কে নিয়ে প্রশংসায় মেতেছেন পুরো বিশ্ব। তিনি কোন উইকেট পাননি তবু প্রশংসায় ভাসছেন। তিনি ৪ ওভারে ৯ রান দিয়েছেন মাত্র। 

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১২৭/৯ ওভার ২০। (নাইম ১,সৌম্য ২, সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামিম ৩,সোহান১১, মেহেদী ৬,মুস্তাফিজ ০, শরিফুল ০

অস্ট্রেলিয়া : ১১৭/৪ ওভার ২০  ( ম্যাকডারমট ৩৫,ওয়েড ১,ম্যাশ৫১,হেনরিকেস ২,কেয়ারী ২০, ক্রিশ্টিয়ান৭,

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন