ব্রাহ্মণবাড়ীয়ায় নৌকা ডুবে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার
bykasba24bd•
0
ব্রাহ্মণবাড়িয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে যাত্রীবাহী নৌকা বালুবাহী নৌকার সাথে সংঘর্ষে পানিতে ডুবে অর্ধশত নারী পুরুষ ও শিশু নিখোঁজ! এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্দার।