কারাগারের আসামি হিসেবে তার পরিচয় রেজিস্ট্রার করতে কারাকর্মকর্তারা তার কাছে যায়। তারা পরিমনি কে জিজ্ঞেস করে বিবাহিত নাকি অবিবাহিত। একাধিক বিয়ে হওয়া সত্ত্বেও তিনি নিজেকে অবিবাহিত বলেছেন। তার রেজিস্ট্রারে অবিবাহিত হিসেবে তথ্য দেওয়া হয়েছে। পরে কারাকর্মকর্তারা তাকে জিজ্ঞেস করেন, কেমন আছেন?
তিনি বলেন আমি ভালো নেই, বেশি মানুষ একসঙ্গে থাকতে পারছি না। মশা কামরায়। সারারাত ঘুমাতে পারিনা। পরে কারা কতৃপক্ষরা বলেন কারাগারে এভাবেই কাটে বন্দীদের জীবন। অন্য বন্দীদের যেভাবে কাটে,আপনাকে সেভাবেই রাখা হয়েছে।