২৫ বছর পর শশুর বাড়িতে গিয়ে, সড়কে প্রাণ গেল জামাইর।


 ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার টিউ কান্দা এলাকায় বাইক দূর্ঘটনায় শ্রী নরেন্দ্র (৬০) নামে এক লোক মারা গেছে। 

স্থানীয় লোকজনরা জানায়, শ্রী নরেন্দ্রের শাশুড়ি অনেক দিন ধরে অসুস্থ। শাশুড়ী কে দেখার জন্য দীর্ঘ ২৫ বছর পরে তিনি ময়মনসিংহে আসেন। 

রাতে শশুর বাড়ীর কাছেই এক দোকানে চা খেতে যাওয়ার সময়, তাকে এক বাইক আরোহী চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তিনি সাথে সাথে মারা যান। 

তারকান্দা উপজেলার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন