কুমিল্লা বরুড়ায় শ্বশুরবাড়িতে বিষ খাইয়ে রাকিব হোসেন (২১) নামে এক যুবককে খুুুন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাকিব কে বিষ খাইয়ে অচেতন অবস্থায়, বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে তার বাড়ির সামনে রেখে যায় শশুর বাড়ীর লোকজন। পরে তাকে বাড়ির লোকজন দেখতে পেয়ে, বরুড়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি রাত ১০ টায় মারা যান। এই ঘটনার সাথে জড়িত শশুর বাড়ীর লোকজন, ঘটনা ঘটানোর পর থেকেই পলাতক আছেন।
নিহত রাকিবের চাচা থেকে জানা যায়, আবদুল খালেক মিয়ার ছেলে রাকিবের সঙ্গে একই গ্রামের আবদুল মালেকের মেয়ের বিয়ে হয়। অনেক দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মান অভিমান চলার এক পর্যায়ে রাকিব শশুর বাড়িতে গেলে, গত বৃহস্পতিবার তাকে বিষ খাইয়ে অচেতন অবস্থায় তার বাড়ীর কাছে ফেলে রেখে যায় তার শ্যালক। পরে তাকে বাড়ির লোক দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।
৩০ জুলাই শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বরুড়া থানার এসআই আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয় নি। অভিযোগ করা হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।