স্বামী কে হত্যা করে লাশ ঘরে রেখে, একই ঘরে প্রেমিক নিয়ে রাতযাপন করেছেন অস্টমি বাউরি(৩৫)। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অস্টমি বাউরি নামে এক মহিলা নিজের স্বামী বিজয় বাউরি(৪০) কে হত্যা করে, একই ঘরে রাতযাপন করার সময় পুলিশের হাতে আটক হয়। পরকীয়ায় লিপ্ত প্রেমিক সলিম(৩৭) কেও আটক করে পুুলিশ।
গত ২৯ জুলাই বৃহস্পতিবার স্থানীয় লোকদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সকাল ১১ টায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অস্টমী বাউরি নামে মহিলা টি অনেক দিন ধরে সেলিম মিয়ার সাথে পরকীয়া চালিয়ে আসছিল। গত ২৯ জুলাই স্বামী যখন গভীর ঘুমে লিপ্ত, ঠিক তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রেমিক কে ঘরে নিয়ে আসে অস্টমী বাউরি। পরে প্রেমিক সেলিম ও স্ত্রী অস্টমী বাউরি মিলে তার স্বামী বিজয় বাউরি কে হত্যা করে, একই ঘরে সারারাত পরকীয়ায় লিপ্ত ছিলেন। ভোরে বিজয় বাউরির ছোট ভাই টের পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ কে খবর দেয়।
পুলিশ এসে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারেন উভয়ের পরকীয়ার কথা। এই ঘটনার সাথে জড়িত সেলিম ও স্ত্রী অস্টমী বাউরি দুজন কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদোস জানান, লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনার সাথে জড়িত ২ জন কে আটক করা হয়েছে। আইনানুসারে ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।